ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। ঘাটাইল সেনানিবাসে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । আদর্শ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তথা আদর্শ নাগরিক গঠনে উদ্বুদ্ধ হয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩১০০জন শিক্ষার্থী অধ্যয়নরত। ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্যাম্পাসটি একটি নয়নাভিরাম সবুজ প্রাকৃতিক আবহে বিরাজমান, যা নিঃসন্দেহে সবাইকে আকৃষ্ট করবে।
প্রতিষ্ঠানটির রয়েছে সুদীর্ঘ পথচলার অভিজ্ঞতা। এছাড়াও অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল উপকরণ, যানবাহন ব্যবস্থা, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা, সহ-পাঠক্রমিক কার্যক্রম সর্বোপরি শৃঙ্খলা এই প্রতিষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
এই প্রতিষ্ঠানটি বরাবরই নিয়মিত শিক্ষাদান তথা মানসম্মত শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করে আসছে। দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের মানোন্নয়নে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষিকা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেশ কয়েকবার জেলা ও সেনাবাহিনী পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের সবার জন্যই অনেক গৌরবের।
‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত’- এই দীক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষার্থীদের উন্নত চারিত্রিক গুণাবলীতে দক্ষ করার সকল প্রয়াস চলমান রয়েছে। শিক্ষক কর্তৃক নিয়মিতভাবে শিক্ষার্থীদের প্রেষণা প্রদানের বিষয়টি বিভিন্ন ফোরামে প্রশংসিত হয়েছে। এছাড়াও দুর্বল শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করার লক্ষ্যে ইতোমধ্যে একজন একাডেমিক কাউন্সিলর নিয়োগের প্রয়াস চলমান রয়েছে। নকল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে।
‘বিকশিত হবো ভবিষ্যতের জন্য’ এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিয়মিত পরীক্ষা, দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করে কোচিং এর ব্যবস্থা, কলেজ ক্যাম্পাসে প্রাইভেট পড়ার ব্যবস্থা, সিসি টিভির মাধ্যমে নিয়মিত সকল শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ, প্রতিষ্ঠান ছাত্রাবাসে শিক্ষক কর্তৃক নিয়মিতভাবে পরিদর্শন, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিতকরত, অভিভাবকদের অবগতকরণ, নিয়মিত অভিভাবক সম্মেলনের আয়োজনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি প্রতিষ্ঠানটিকে অচিরেই এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এজন্য আমরা অবশ্যই সকল অভিভাবককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পরিশেষে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।
লেঃ কর্ণেল মোঃ সুলতান মাহমুদ, পিএসসি, এইসি
অধ্যক্ষ
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ